দর বৃদ্ধির শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১২-২২ ১৫:৪৮:০০
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ৩৮৫ বারে ৬৩ হাজার ৯১৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৪২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৫৫ বারে ৪ লাখ ৬৪ হাজার ১৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা একমি ল্যাবরেটরিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৬৯ বারে ১৫ লাখ ৪৮ হাজার ৩৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৪১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –খান ব্রাদার্সের ৩.৩৫ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.২২ শতাংশ, স্টাইল ক্রাফটের ৩.১৩ শতাংশ, ইস্টন্যান্ড ইন্স্যুরেন্সের ৩.১০ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৩.০৩ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২.৮০ শতাংশ এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের ২.৬৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস