পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি মার্জিন ঋনধারীদের তথ্য চেয়েছে। কোম্পানি দুইটি হচ্ছে- মোজাফফর হোসেন স্পিনিং মিলস ও হাক্কানি পাল্প লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, হাক্কানি পাল্প সংশ্লিষ্ট ব্রোকার হাউজ বা ডিপিকে আগামী ৫ ডিসেম্বরের আগেই মার্জিন ঋণধারীদের বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে। সংশ্লিষ্ট ব্রোকারহাউজগুলোকে শেয়ারহোল্ডারদের নাম, বিওআইডি নম্বর, ক্লাইন্ট-ওয়াইজ শেয়ারহোল্ডিং পজিশন ও কনটাক্ট নম্বর জমা দিতে হবে। কোম্পানির এই companysecretary@hakkanigroup.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
অন্যদিকে মোজাফফর হোসেন স্পিনিং মিলসও সংশ্লিষ্ট ব্রোকার হাউজ বা ডিপিকে আগামী ৬ ডিসেম্বরের আগেই মার্জিন ঋণধারীদের বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে। সংশ্লিষ্ট ব্রোকারহাউজগুলোকে শেয়ারহোল্ডারদের নাম, বিওআইডি নম্বর, ক্লাইন্ট-ওয়াইজ শেয়ারহোল্ডিং পজিশন ও কনটাক্ট নম্বর জমা দিতে হবে।
এছাড়া ব্যাংক হিসাব নম্বর, ব্যাংকের শাখার নাম, রাউটিং নম্বর ও কন্টাক্ট নম্বর জমা দিতে হবে। উল্লেখিত তথ্য কোম্পানির রেজিস্ট্রেড অফিস হাউজ-৩১৫, রোড-৪, ডিওএইচএস, বারিধারায় পাঠাতে হবে।
এদিকে ৬ ডিসেম্বরের আগেই টি-আইএন নম্বর হালনাগাদের আহ্বান জানিয়েছে মোজাফফর হোসেন স্পিনিং।