জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতের প্রভাবশালী রাজনৈতিক দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী (৬৯)। মঙ্গলবার সকালের দিকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয় সোনিয়াকে। অবস্থা গুরুতর হওয়ায় আগামী কয়েকটা দিন তাকে হাসপাতালেই থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে।
অসুস্থতার কারণে সম্প্রতি সংসদের অধিবেশনেও উপস্থিত থাকতে পারছিলেন না সোনিয়া। এর আগে গত ২ আগস্ট বারাণসীতে পথ শোভাযাত্রায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তা বাতিল করে মাঝপথেই দিল্লি ফিরে আসতে হয় সোনিয়াকে। পরদিন ৩ আগস্ট জ্বর, পানিশূন্যতা ও কাঁধে ব্যথা নিয়ে ওই হাসপাতালেই ভর্তি হন কংগ্রেস সভানেত্রী। কয়েক সপ্তাহ হাসপাতালে কাটানোর পর গত ১৪ আগস্ট ছাড়া পান তিনি।
মঙ্গলবার কংগ্রেসের মুখপাত্র আর. এস. সুরজেওয়ালা জানান, সভানেত্রীকে আগামী দুই দিন হাসপাতালে থাকতে হবে। তবে চিন্তার কোনো কারণ নেই।