অত্যন্ত জনপ্রিয় টিভি সিরিজ ‘ওয়েস্টওয়ার্ল্ড’ এর একটি প্রধান চরিত্রে অভিনয় করা মার্কিন অভিনেত্রী ইভান রিচেল উড দুইবার ধর্ষিত হয়েছেন। বিষয়টি তিনি নিজেই টুইটারে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।
২৯ বছর বয়সী এই অভিনেত্রী জানান, 'তিনি রোলিং স্টোন পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে এই ঘটনার কথা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘটনাটি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তিনি আর নীরব থাকতে চান না।' প্রথমে এক ব্যক্তি এবং পরে একটি পানশালার মালিক তাকে ধর্ষণ করে বলেও জানান ইভান রিচেল উড।
তিনি আরও বলেন, ‘অনেক অনেক বছর আগে’ তাকে ধর্ষণ করা হয় এবং তিনি বুঝতে পেরেছেন যে এতে তার কোনো দোষ ছিল না। টুইটারে পোস্ট ও রোলিং স্টোনকে দেয়া সাক্ষাৎকারে এই তারকা আরও জানান, তার ওপর এই নির্যাতনগুলোর কারণে ২২ বছর বয়সে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
ইভান রিচেল উড বলেন, 'তিনি তার জীবনে সুখী হলেও ‘সম্পূর্ণভাবে এখনো ওই ঘটনার ধাক্কা সামাল দিতে পারেননি। ওই ঘটনাগুলো এখনো তাকে কষ্ট দেয়।'