সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
খালেদা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক না হলে দেশ আরো উন্নত হতো: তথ্যমন্ত্রী
প্রকাশিত - নভেম্বর ৩০, ২০১৬ ৬:৪৩ পিএম
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া জঙ্গিবাদের পৃষ্ঠপোষক না হলে দেশ আরো উন্নত হতো।’ সোমবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা সদরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ক্ষমতার লোভে সব ঘোমটা ফেলে দিয়ে খালেদা জিয়া জঙ্গিবাদ, সন্ত্রাস, যুদ্ধাপরাধ, রাজাকার ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়িতদের পক্ষ নিয়ে ষড়যন্ত্রে মাঠে নেমেছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য একেএম ফজলুল হক, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মো. আনিস আহমেদ প্রমুখ। পরে মন্ত্রী গজনী অবকাশ কেন্দ্রে রাজশাহী ইউনিভার্সিটি অব টেকনোলজির (রুয়েট) ৬৭তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.