ক্ষমতাসীনরা মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের সামাজিক কাজগুলোও করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে যুবদল আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এই অভিযোগ করেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের নেতা এ এফ এম ইকবালের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের সহকর্মীরা যারা মারা গিয়েছে, তাদের পরিবারের খোঁজ খবর নিয়ে আমাকে জানান। কারণ তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব।
যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট পি কস্টার সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ওলামা দলের সভাপতি এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।