ঢাকা রিপোর্টারস ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে বিজয়ী সকলকে সানবিডি২৪.কমের পক্ষ থেকে অভিনন্দন। তারা নির্বাচিত হয়ে সকল সদস্যদের অধিকার রক্ষায় কাজ করবে এমনটাই সকলের আশা। জেনে নেয়া যাক ডিআরইউ নির্বাচন ২০১৬ইং যারা ২০১৭ইং এর জন্য নির্বাচিত হলেন।
সভাপতি : সাখাওয়াত হোসেন বাদশা , সাধারণ সম্পাদক : মুরসালিন নোমানি, সহ-সভাপতি: আবু দারদা জোবায়ের, , যুগ্ম সম্পাদক: তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক: জিলানী মিল্টন, প্রচার ও প্রকাশনা: কাফি কামাল, অফিস: নয়ন মুরাদ,
নারী বিষয়ক: দিনার সুলতানা, প্রশিক্ষণ ও গবেষণা: মাহমুদ রিয়াত,
সাংস্কৃতিক: মিজান চৌধুরী।
সদস্য: (১) নুরুল ইসলাম হাসিব (২) হাবিবুর রহমান (৩) সাইফুল ইসলাম (৪) সাখাওয়াত হোসেন সুমন (৫) মাইনুল হাসান সোহেল (৬) হাফিজ আল আসাদ (৭) আনিসুল ইসলাম।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী সদস্যপদসহ মোট ১৮টি পদের বিপরীতে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ৩টি সম্পাদকীয় পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ওই ৩টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এই তিন পদে একক প্রার্থীরা।
সানবিডি/ঢাকা/এসএস