আগামীকাল মুক্তি পাচ্ছে রুবেলের ‘পৃথিবীর নিয়তি’

প্রকাশ: ২০১৬-১২-০১ ১৭:৪৮:৫৪


rubelবাংলাদেশের রুপালী পর্দায় মার্শাল আর্ট ফাইটিং নিয়ে জনপ্রিয়তায় এক সময় শীর্ষ স্থানটি আগলে রাখেন অভিনেতা রুবেল। পুরো নাম মাসুম পারভেজ রুবেল। আবারো আসছেন নতুন রুপে নতুন সিনেমায়।
রুবেল অভিনীত ‘পৃথিবীর নিয়তি’ সিনেমা আগামীকাল ২ ডিসেম্বর সারা দেশে মুক্তি পাবে। ঢাকাই চলচ্চিত্রে ‘অ্যাকশন হিরো’ হিসেবে আবির্ভাব হয় রুবেলের। দীর্ঘদিন চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয়ও করেন। তবে হুট করে যেন হারিয়ে যান রুবেল।
তবে বছরের শেষ দিকে ‘পৃথিবীর নিয়তি’ সিনেমা নিয়ে আবারও বড় পর্দায় আসছেন এ মার্শাল আর্ট মাস্টার।
শেখ শামিমের পরিচালনায় রুবেল ছাড়াও এতে আরো অভিনয় করেছেন তানিন সুবহা, রাশেদ মোর্শেদ, সানজানা, রাবিনা বৃষ্টি, রেহানা জলিসহ অনেকে। গানে কণ্ঠ দিয়েছেন বেবী নাজনীন, মমতাজ, এসআই টুটুল ও রাশেদ মোর্শেদ।
প্রযোজনা মাল্টিমিডিয়া প্রডাকশন লি.। বাংলাদেশে এই প্রথম একটি সিনেমা যার প্রদর্শনীর আয় খরচ করা হবে এতিম ও প্রতিবন্ধীদের সাহায্যার্থে। এছাড়া অসহায়, অসুস্থ বা প্রয়াত সংগীত ও অভিনয় শিল্পীরা এই সিনেমার আয় থেকে সহায়তা পাবেন।
উল্লেখ্য, গত ১১ আগস্ট সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। সিনেমার বেশ কিছু দৃশ্যে সেন্সর বোর্ড কতৃপক্ষের আপত্তি রয়েছে বলে তা দৃশ্যের সংশোধন করে পুনরায় সেন্সরে জমা দিতে বলা হয়েছিল। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে।