স্টেট কলেজ অব হেলথ সাইন্সেসের (এসসিএইচএস) ক্যারিয়ার সার্ভিস অফিস গত শনিবার উদ্বোধন করা হয়েছে। এসময় ছাত্রছাত্রীদের ক্যারিয়ারের বিষয়ে বিশেষ দিক নির্দেশনা ও ইন্টারভিউয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়ে জোর দেয়া উচিত তা আলোচনা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. ইফতেখার গনি চৌধুরী। এসময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সাহিদ আকতার, স্টেট কলেজ অব হেলথ সাইন্সেসের অধ্যক্ষ ডা. আ স ম মশিউর রহমান, উপাধ্যক্ষ ডা. সালেক আহমেদ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের কোষাধ্যক্ষ মে. জে. (অব) ডা. এম শাহজাহান, লে. কর্নেল (অব) খন্দকার জহিরুল আলম এবং মো. আশিক সারোয়ার। এছাড়া হেড অব এইচআর, ল্যাবএইড গ্রুপ, জিএম ও হেড অব এইচআর, স্কয়ার হাসপাতাল লিমিটেড, হেড অব এইচআর, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড, সিইও, বিআরবি হাসপাতাল লিমিটেড, হেড অব এইচআর, আইসিডিডিআরবি, প্রেসিডেন্ট, বিএসএইচআরএম, প্রেসিডেন্ট, এশিয়া প্যাসিফিক হিউম্যান রিসোর্স সোসাইটি প্রমুখ উপস্থিত ছিলেন।