সালমান খানকে সাফল্যের গুরু মানেন হিমেশ

প্রকাশ: ২০১৬-১২-০৩ ১৩:১৮:২২


salmanসালমানের হাত ধরে হিমেশ রেশমিয়ার বলিউডে হাতেখড়ি। একচেটিয়া দাপিয়েছে তাঁর গান। সঙ্গীত পরিচালক থেকে গায়ক, গায়ক থেকে বলিউডি নায়ক, সব কিছুতে তিনি ছাপ রেখেছেন। তবে বলিউডের দর্শক-শ্রোতার কাছে তিনি সঙ্গীত পরিচালক এবং সুরকার হিসেবে বেশি পরিচিত।
১৯৯৮-এ ‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’ ছবিতে সালমানের সঙ্গে কাজ করে বলিউডে হাতেখড়ি হয়েছিল সঙ্গীত পরিচালক এবং সুরকার হিমেশ রেশমিয়ার। মাঝে একটা সময় শোনা গিয়েছিল সালমানের সঙ্গে নাকি ঝামেলায় জড়িয়েছেন তিনি। কারণ, ২০০৩-এ ‘তেরে নাম’ ছবির পর বেশ কয়েক বছর সালমানের ছবিতে শোনা যায়নি হিমেশের গান। কিন্তু সেই জল্পনা উড়িয়ে ‘বডিগার্ড’, ‘প্রেম রতন ধন পায়ো’র মতো সুপার হিট ছবির জন্য একাধিক সুপার হিট গান বেঁধেছেন তিনি।
সম্প্রতি একটি টিভি শো-এ এসে সালমান খানের প্রশংসায় পঞ্চমুখ হলেন হিমেশ। তাঁর নতুন একটি গানের অ্যালবাম খুব শিঘ্রই মুক্তি পাচ্ছে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে হিমেশ বলেন, তাঁর এই অ্যালবামটি তিনি সালমানকে দেখিয়েছেন। অ্যালবামের ভিডিও, মিউজিক ট্র্যাক, সব বেশ ভাল লেগেছে সালমানের।
সালমানের প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়ে নিজের যাবতীয় সাফল্যের কৃতিত্বও সালমানকে সপে দিলেন হিমেশ। ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার।