নকল চার্জারে নিরাপত্তা ঝুঁকিতে আইফোন

প্রকাশ: ২০১৬-১২-০৩ ১৭:৩৬:৩১


iphone-with-chargerবাজারে প্রচলিত আইফোনের চার্জারের পাশাপাশি নকল চার্জারও বিক্রি হচ্ছে। ফলে ঝুঁকিতে পড়েছে আইফোন। নকল চার্জার ব্যবহারের কারণে ফোনের বিভিন্ন ব্যাটারির ক্ষতি এমনকি বিস্ফোরণের মতো ঘটনাও ঘটতে পারে বলে বিবিসির একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

আইফোনের সবচেয়ে বড় বাজারের কয়েকটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, এবং অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা কিছু চার্জারকে উচ্চ বৈদ্যুতিক প্রবাহে চালনা করলে সেগুলো হুমকিজনকভাবে উত্তপ্ত হতে দেখা গেছে।

বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বাজার আমাজনেই প্রায় ৪০০টি নকল চার্জার পাওয়া গেছে। কিছু তৃতীয় পক্ষ নিজেদের মুনাফা নিতে তাদের নাম ব্যবহার করছে। আইফোন কর্তৃপক্ষ জানিয়েছে এই নির্মাতাদের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তারা তাদের সুনামের অপব্যবহার করছে।

তাই ফোন ও নিজেদের নিরাপত্তার স্বার্থে সঠিক চার্জার কিনতে ৩টি পরামর্শ দিয়েছে ট্রেডিং ইনস্টিটিউটের প্রধান নির্বাহী লিওন লিভেরমোর।

চার্জার কেনার সময় প্লাগ পিনের মাপ দেখে কিনতে। একটি আদর্শ আইফোন চার্জারের পিনের দৈর্ঘ্য  ৯ দশমিক ৫ মিলিমিটার (শূন্য দশমিক ৩ ইঞ্চি)।  এবং যদি বৈদ্যুতিক সংযোগ দেয়ার জন্য ওয়াল সকেটের গর্তে লাগানোর সময় চার্জারের দাঁতগুলো মাপমতো না বসে তাহলে সেক্ষেত্রে চার্জার কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

উৎপাদক প্রতিষ্ঠানের নাম, লোগো, ব্যাচ নাম্বার ইত্যাদি যাচাই করে কেনা। চার্জারে দেয়া বিভিন্ন সতর্কবাণী ভালো করে বুঝে শুনে বৈদ্যুতিক সংযোগ দিলে সর্বোচ্চ সেবা পাওয়া সম্ভব।