বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করায় কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে এক্স হ্যান্ডেলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির প্রতি তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারেক রহমান তার এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার জন্য আন্তরিকভাবে পরিবহন এবং রসদ সরবরাহ করার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এই সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তোলার জন্য উন্মুখ।
এদিকে লন্ডন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসা কার্যক্রম পুরোপুরি শুরু হবে।
তিনি জানান, খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান চিকিৎসকের পরামর্শে বাসা থেকে শাশুড়ির জন্য খাবার তৈরি করে খাওয়াচ্ছেন।
বিএইচ