গুপ্তিলের শতকে কিউইদের জবাব
প্রকাশ: ২০১৬-১২-০৪ ১৬:৫৪:১১

ছন্নছাড়া অবস্থা নিয়ে এবার নিউজিল্যান্ড চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে অজিরা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। রোববার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দলপতি স্মিথের অনবদ্য শতকে ৩২৪ রানের স্কোর গড়েছে অস্ট্রেলিয়া। তবে গুপ্তিলের শতকে অজিদের দারুণ জবাব দিচ্ছে কিউইরাও।শেষ খবর পর্যন্ত ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলেছে নিউজিল্যান্ড। মুনরো ১৬ রানে ক্রিজে আছেন। এদিন দলের পক্ষে সর্বোচ্চ ১১৪ রান করে আউট হয়েছেন কিউই ওপেনার মার্টিন গুপ্তিল। তার ১০২ বলের ইনিংসে ছিলো দশটি চার ও ছয়টি ছক্কার মার। এছাড়া নিশাম ৩৪ রান করে আউট হন।
এর আগে সিডনি ক্রিকেট গ্রাউণ্ডে টস জিতে কিউই বোলার ওপর স্টিম রোলার চালিয়ে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২৪ রান করে অজিরা। যদিও দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় তারা। এদিন দলের পক্ষে সর্বোচ্চ ১৬৪ রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন স্মিথ। তার ১৫৭ বলের ইনিংসটিতে ছিলো চৌদ্দটি চার ও চারটি ছক্কার মার। এছাড়া ট্রাভিস হেড ৫২, ম্যাথু ওয়েড ৩৮, ওয়ার্নার ২৪ এবং স্টার্ক ৫ বলে ১১ রান করেন। কিউই বোলারদের মধ্যে হেনরি, বোল্ট ও নিশাম ২টি করে এবং ফারগুসন একটি উইকেট লাভ করেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











