মালয়েশিয়ার পাম অয়েল মজুত কমেছে ৬.৯১ শতাংশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-১০ ১৮:৫৬:২৪
মালয়েশিয়ায় ডিসেম্বরে টানা তিন মাসের মতো কমেছে পাম অয়েলের মজুত। এতে দেশটিতে পাম অয়েলের মজুত ২০২৩ সালের মে মাসের পর কমে সর্বনিম্ন হয়েছে। বন্যার কারণে উৎপাদন কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল তেল উৎপাদনকারী দেশ হলো মালয়েশিয়া। এক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়া।
এক মাস আগের তুলনায় ডিসেম্বরে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুত ৬ দশমিক ৯১ শতাংশ কমে ১ দশমিক ৭১ মিলিয়ন মেট্রিক টনে দাঁড়িয়েছে, যা ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন।
একই সময়ে ক্রুড পাম অয়েলের উৎপাদন ৮ দশমিক ৩ শতাংশ কমে ১ দশমিক ৪৯ মিলিয়ন টনে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের মার্চের পর সর্বনিম্ন।
একই সঙ্গে দেশটির পাম অয়েল রপ্তানি কমেছে ৯ দশমিক ৯৭ শতাংশ, যা ছয় মাসের মধ্যে সর্বনিম্ন।
সূত্র: রয়টার্স
এনজে