সপ্তাহ জুড়ে লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৫-০১-১১ ১২:০৭:০২

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে সপ্তাহটিতে ২ হাজার ৬৫৮ কোটি টাকার বাজার মূলধন কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৬২ হাজার ৯৫১ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৬০ হাজার ২৯৩ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ২ হাজার ৬৫৮ কোটি টাকা বা .৪০ শতাংশ।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৩৪০ কোটি ৪৯ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৩২ কোটি ৯৭ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯২ কোটি ৪৮ লাখ টাকা।
সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৬১ পয়েন্টে এবং ১ হাজার ৯২৪ পয়েন্টে।
সপ্তাহটিতে ডিএসইতে ৩৯৮ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪০ টির, দর কমেছে ২০৮ টির এবং ৫০টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












