পরীমনির ‘ফুলের গন্ধে ভরা’ গান প্রকাশ
প্রকাশ: ২০১৬-১২-০৪ ১৬:৫৯:৫৪

নির্মাতা ওয়াকিল আহম্মেদ নির্মাণ করছেন ‘কত স্বপ্ন কত আশা’ শিরোনামের চলচ্চিত্র। আর এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা পরীমনি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। পহেলা ডিসেম্বর মুক্তি পেয়েছে পরীমনির ‘ফুলের গন্ধে ভরা’ শিরোনামের নতুন গান।প্রকাশিত ‘ফুলের গন্ধে ভরা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন খেয়া রহমান। অভিনেত্রী পরীমনি তার ফেসবুক স্ট্যাটাসে গানটির লিংকসহ লিখেছেন, এটা শুধু একটা ছবির মূল গানই না, এই গানের প্রতিটি কথা হোক পৃথিবীর সকল মানুষের একে অন্যের প্রতি মানবিক প্রার্থনা।
জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হয়। সম্প্রতি সকল কাজ সম্পন্ন করে সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে বলে সেন্সর সূত্রে জানা গেছে। এখন শুধু ছাড়পত্র পাওয়ার অপেক্ষা।
রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা ওয়াকিল আহম্মেদ। ভালোবাসার প্রয়োজনে কতটুকু সংগ্রাম করতে হয় সেসব দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এ সিনেমায়। ‘কত স্বপ্ন কত আশা’ চলচ্চিত্রে বাপ্পি-পরীমনি ছাড়াও অভিনয় করেছেন আহমেদ শরীফ, রেহানা জলি, রেবেকা, ডিজে সোহেল প্রমুখ।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












