জামায়াত ক্ষমতায় গেলে ন্যায়বিচারের শাসন নিশ্চিত করবে বলে জানিয়েছেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
শনিবার (১১ জানুয়ারি) চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, ইসলামের আদর্শ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি।
তিনি বলেন, আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমরা সব রাজনৈতিক দল জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই। মিথ্যা তথ্য দিয়ে জামায়াতকে অসম্মানিত করা বিরত থাকতে হবে। আমরা ২০ বছর বিএনপির সঙ্গে আন্দোলন করেছি। শুধু রাষ্ট্রের সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোরও সংস্কার করতে হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মহিলাদের অধিকার ফিরিয়ে দেবে। কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু চাপিয়ে দেবে না। জামায়াত কখনোই হিন্দুদের সম্পত্তি দখল করে না। সব মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে জামায়াতে ইসলামী। আমরা ক্ষমতায় গেলে ন্যায়বিচারের শাসন নিশ্চিত করবো। ৫৬ বছরে অনেকেই ক্ষমতায় এসেছে, একবার পরীক্ষামূলকভাবে জামায়াতে ইসলামীকে ভোট দিন।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ মোবারক হোসেন, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দীন মোহাম্মদ, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক জেলা আমির মাওলানা আ. রহিম পাটোয়ারী, জেলার নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুনুর রশিদ ওসমানী, চাঁদপুর শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খান প্রমুখ।
বিএইচ