জয় দিয়ে বিপিএল শেষ করল ভিক্টোরিয়ান্স
প্রকাশ: ২০১৬-১২-০৫ ১০:২৮:৪৪

পরাজয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চতুর্থ আসর শুরু করেছিল তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর বেশ কয়েকটি ম্যাচ টানা পরাজিত হয়েছে দলটি। টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচে প্রথম জয়ের দেখা পায় ভিক্টোরিয়ান্স।
প্রথম থেকে টেবিল পয়েন্টের সপ্তম স্থানে থাকলেও ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে মাশরাফি-বিন মুর্তজার দল। আর টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচেও জয় পেয়েছে দলটি। আজ রোববার দুপুর ১টায় শুরু হওয়া ম্যাচে রংপুর রাইডার্সকে ৮ রানে হারিয়েছে মাশরাফি বাহিনী। মোট ১২ ম্যাচের মধ্যে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করে তারা। সমান ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ভিক্টোরিয়ান্সের পরে রয়েছে বরিশাল বুলস।
আজকের দিনের প্রথম ম্যাচে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রংপুর রাইডার্সের অধিনায়ক নাঈম ইসলাম। প্রথম ব্যাটিংয়ের সুযোগ পেয়ে উদ্বোধনী উইকেটে ৮৮ রানের জুটি গড়েন ইমরুল কায়েস এবং খালিদ লতিফ। ৭ বাউন্ডারি এবং ২ ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ৫২ রান করার পর ১০.২ ওভারে সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। এরপর ত্রয়োদশ ওভারে লতিফ (৪৩); ১৬.৩ ওভারে মাশরাফি (৭); ১৮.২ ওভারে মারলন স্যামুয়েলস (৩০); ১৯.১ ওভারে আসহার জাইদি (১৭) এবং ইনিংসের শেষ বলে লিটন দাস (৬) আউট হন। আর এতে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানে থামে ভিক্টোরিয়ান্সের ব্যাটিং ইনিংস।
১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ৪৮ রানের জুটি গড়েন মোহাম্মদ শেহজাদ ও সৌম্য সরকার। ৫.৪ ওভারে সৌম্য (৫) এবং ৬.৩ ওভারে মোহাম্মদ মিঠুন (২) সাজঘরে ফেরেন। ইনিংসের ৭.৫ ওভারে লিয়াম ডসন (৩); ৮.৩ ওভারে মোহাম্মদ শেহজাদ (৪৫); ১২.৩ ওভারে নাঈম ইসলাম (১৪); ১৪.৫ ওভারে শহীদ আফ্রিদী; ১৫.৫ ওভারে আনোয়ার আলী (১) এবং ১৮.৩ ওভারে সোহাগ গাজী (৭) আউট হন। এরপর শেষ ৯ বলে ১৮ আসলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রানে থামে রংপুর রাইডার্সের ব্যাটিং ইনিংস। আর ৩৮ রানে অপরাজিত থাকেন জিয়াউর রহমান।
টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় চতুর্থ স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৮ ম্যাচ খেলা ক্যারিবিয়ান ক্রিকেটার মারলন স্যামুয়েলস। আর সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় নবম স্থানে আছেন রশিদ খান। ৮ ম্যাচে ১৯৪ রানের বিনিময়ে ১৩ উইকেট নিয়েছেন এ আফগান ক্রিকেটার।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












