দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০১-১২ ১৫:৫২:৪০
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ হাজার ৯৯ শতাংশ। কোম্পানিটি ২৮৪ বারে ৩ লাখ ২ হাজার ৬০৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মুন্নু সিরামিকসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ১৬ শতাংশ। কোম্পানিটি ৬২১ বারে ২ লাখ ৪০ হাজার ৩২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২২ শতাংশ। ফান্ডটি ২ হাজার ৮৮৩ বারে ৩০ লাখ ৭৪ হাজার ৭২৫ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ১২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ওরিয়ন ইনফিউশনের ৪.৮২ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৪.২৯ শতাংশ, আফতাব অটোর ৪.০৩ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩.৭০ শতাংশ, গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ডের ৩.৫৭ শতাংশ, সিমটেক্সের ৩. ৩৭ শতাংশ ও রানার অটোর ৩.৩২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস