দর পতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০১-১২ ১৬:৩৯:৩২
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭১৮ বারে ৩৯ লাখ ৪৭ হাজার ৩১৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৬৯০ বারে ৭ লাখ ৯৯ হাজার ৫৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৩৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৭১ বারে ৩ লাখ ৩৩ হাজার ৭৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- বে লিজিংয়ের ৭ দশমিক ২৫ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৭ দশমিক ১৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৬ দশমিক ০৬ শতাংশ, ইনফরমেশন সার্ভিসের ৫ দশমিক ৯০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫ দশমিক ৭১ শতাংশ, সাউথ বাংলা ব্যাংকের ৫ দশমিক ৬৮ শতাংশ এবং প্যাসিফিক ডেনিমসের ৫ দশমিক ৬৩ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস