২০১৭’র অ্যাপিকটা অ্যাওয়ার্ডের আয়োজক বাংলাদেশ
প্রকাশ: ২০১৬-১২-০৫ ১৩:৫৩:৫৩

এশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স বা অ্যাপিকটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজক হচ্ছে বাংলাদেশ।
দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সংগঠন অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্য হিসেবে ২০১৭ সালে দেশে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজক হচ্ছে বলে নিশ্চিত করেছেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির একাধিক সদস্য।
তারা এখন তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিত অ্যাপিকটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ২০১৭ সালের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হবে।
গত ২ ডিসেম্বর থেকে তাইওয়ানে বসেছে ২০১৬ সালের অ্যাপিকটা অ্যাওয়ার্ডের আসর। সেখানেই জোটটির সদস্যভুক্ত ১৭টি দেশের ২৪০টি তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান ১৭টি ক্যাটাগরিতে পুরস্কারের জন্য অংশ নিয়েছে। বাংলাদেশে থেকেও ১০টি প্রযুক্তি প্রতিষ্ঠান এবং তিনটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
দেশের কোনো প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে কিনা সেটা জানা যাবে সন্ধ্যায়।
বেসিস মহাসচিব উত্তম কুমার পাল টেকশহরডটকমকে বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে ২০১৭ সালের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হয়নি। তবে সন্ধ্যায় ঘোষণা করা হবে। সন্ধ্যাতেই জানা যাবে দেশের কোনো প্রতিষ্ঠান অ্যাওয়ার্ড পাচ্ছে কিনা।
তবে তারা আশাবাদী দেশের একাধিক প্রতিষ্ঠান অ্যাপিকটা ২০১৬ এর পুরস্কার পাবে।
বাংলাদেশ ছাড়াও অ্যাপিকটার সদস্য দেশগুলো হলো অস্ট্রেলিয়া, ব্রুনেই দারুসসালাম, চীন, চীনা তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, ম্যাকাও, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং নেপাল।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













