দর বৃদ্ধির শীর্ষে মুন্নু ফেব্রিক্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০১-১৩ ১৫:৩৪:৫৯
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৭১ বারে ৩১ লাখ ৬০ হাজার ৬২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৫২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সিভিও পেট্রো কেমিক্যালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২২০ বারে ১ লাখ ৬৬ হাজার ১৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৯৫৯ বারে ১১ লাখ ৯৫ হাজার ১৩২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কোটি ৭১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – রানার অটোমোবাইলের ৫.৩৬ শতাংশ,এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫.২৭ শতাংশ, গোল্ডেন হারভেস্টের ৪.৭৬ শতাংশ, মুন্নুএগ্রোর ৪.৫০ শতাংশ, তাকাফুল ইন্স্যুরেন্সের ৪.৪০ শতাংশ, স্টাইলক্রাফটের ৪.০৯ শতাংশ ও অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৩.৯১ শতাংশ দর বেড়েছে।
এসকেএস