দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং সিরামিক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০১-১৫ ১৫:৪৯:০১


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৯৬ বারে ৫৬ লাখ ৫৩ হাজার ৯৮৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৮১ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি ২হাজার ৩৩৩  বারে ৪৭ লাখ ৩০ হাজার ৯১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৬১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সাইনপুকুর সিরামিকসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটি ৯১৪ বারে ১৬ লাখ ৫৮ হাজার ৬৮৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৬২ শতাংশ, টেকনো ড্রাগসের ৫.৩২ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫.২০ শতাংশ, সিলভা ফার্মার ৫.২০ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪.৪২ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪.৪১ শতাংশ এবং কাট্টালি টেক্সটাইলের ৪.৪০ শতাংশ।

 

এসকেএস