দর পতনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০১-১৫ ১৬:০০:৪৭


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৫৭ বারে ২ লাখ ৯ হাজার ১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্লের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৬২২ বারে ১৮ লাখ ৬৭ হাজার ৩৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৩৪৭ বারে ৭ লাখ ৬৯ হাজার ৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–প্রাইম ইন্স্যুরেন্সের ৫.৪০ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৪.৬৩ শতাংশ , এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৪.২৬ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ৪.১৬ শতাংশ সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪.০৭ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৩.৯৫ শতাংশ এবং এইচআর টেক্সটাইলের ৩.৭০ শতাংশ শেয়ার দর কমেছে ।

 

এসকেএস