অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত, রোববার থেকে কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৫-০১-১৬ ০৮:৩৯:৪৯


কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তা ১৯ জানুয়ারি, রোববার থেকে কার্যকর হবে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, কাতারের স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে সাংবাদিকদের সামনে তিনি চুক্তি চূড়ান্ত হওয়ার এ ঘোষণা দেন। ওই ব্রিফিংয়েই চুক্তি কার্যকর হওয়ার এ সময়সীমা তিনি জানান।

এর আগে কাতারের প্রধানমন্ত্রী আলোচনাস্থলে হামাস এবং ইসরায়েলের আলোচকদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সামনে কথা বলেন।

শেখ মোহাম্মদ আরও বলেন, চুক্তি কার্যকর করা নিয়ে উভয়পক্ষের সঙ্গে এখনো আলোচনা চলছে।

এদিকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এটি মার্কিন কূটনীতির সাফল্য। যদিও এর আগেই এ চুক্তির জন্য নিজের কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প।

এনজে