ব্যাংকিং ডিপ্লোমা করলেই পদোন্নতিতে ১০ শতাংশ নম্বর
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-১৬ ২১:৩৭:০৩
ব্যাংক পদোন্নতিতে ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) দুই পর্বে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (পূর্বতন ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা) উত্তীর্ণ হওয়া আবশ্যক। এই দুই পর্বে উর্ত্তীণ ব্যক্তিদের পদোন্নতির ক্ষেত্রে ১০ শতাংশ নম্বর বরাদ্দ রাখতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক খাতে অধিকতর শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতকরণে মৌলিক ব্যাংকিং জ্ঞান সম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরী এবং সিদ্ধান্ত গ্রহণে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির আবশ্যকতা অনস্বীকার্য। এজন্য সিনিয়র অফিসার অথবা সমমানের পদ থেকে ঊর্ধ্বতন পদে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকের বরাদ্দকৃত মোট নম্বরের মধ্যে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণের জন্য ১০ শতাংশ নম্বর বরাদ্দ রাখতে হবে। এক্ষেত্রে প্রত্যেক পর্বের জন্য ৫ শতাংশ করে নম্বর বরাদ্দ রাখতে হবে।
২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্বে নিয়োগপ্রাপ্ত বা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ১০ শতাংশ নম্বর পাবেন, তবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অন্য ব্যাংকে উচ্চতর পদে নিয়োগ পেতে হলে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ হতে হবে। এছাড়া ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে সিনিয়র অফিসার বা সমমানের পদে যোগদানকারী বা পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের জন্য পরবর্তী পদোন্নতির ক্ষেত্রে ডিপ্লোমা প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক হবে। কর্মকর্তাদের নিয়োগ বা পদোন্নতির শর্তে এই শর্ত এখন থেকে উল্লেখ থাকতে হবে। যদি সিনিয়র অফিসার বা সমমানের পদে ১৫ বছর পূর্ণ হয়, তবে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম না দিয়েও ব্যাংকিং অভিজ্ঞতার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে উক্ত পরীক্ষার পূর্ণ নম্বর পাওয়া যাবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণদের জন্য আর্থিক প্রণোদনা দেওয়া হবে। প্রথম পর্ব উত্তীর্ণদের জন্য ৩৫ হাজার টাকা এবং দ্বিতীয় পর্ব উত্তীর্ণদের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ করা হবে। এই নির্দেশনা ৯৯তম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম হতে কার্যকর হবে।
বিএইচ