অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে দ্বিতীয়বার ‘ক্ষমতায় ফেরা’ উদ্যাপন করতে ওয়াশিংটন পৌঁছেছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ওয়াশিংটন পৌঁছান।
সোমবার ( ২০ জানুয়ারি) শপথ নেবেন ট্রাম্প। খবর রয়টার্সের।
বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পাঠানো বিমান বাহিনীর একটি বিমানে করে ট্রাম্প ফ্লোরিডার পাম বিচে অবস্থিত রিপাবলিকান ঘাঁটিতে যান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া, মেয়ে ইভাঙ্কা এবং তার স্বামী জ্যারেড কুশনার।
ভার্জিনিয়া শহরতলির ডালস বিমানবন্দরে পৌঁছানোর পর ট্রাম্প ওয়াশিংটনের উপকণ্ঠে ভার্জিনিয়ার স্টার্লিংয়ে তার গলফ ক্লাবে যান।
প্রায় ৫০০ অতিথির সংবর্ধনা এবং আতশবাজি প্রদর্শনের মধ্য দিয়ে ট্রাম্পের শপথ গ্রহণ উৎসব শুরু হয়।
সোমবার শপথ গ্রহণকে কেন্দ্র করে ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনায় সমর্থকদের সাথে একটি সমাবেশ করবেন ৭৮ বছর বয়সী ট্রাম্প এবং সোমবার বিকেলে শপথ গ্রহণ-পরবর্তী একটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে তার।
সোমবার ট্রাম্পের শপথ ঘিরে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। এ কারণে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানগুলো খোলা স্থানে না হয়ে এবার মার্কিন ক্যাপিটল ভবনের ভেতরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১৯৮৫ সালের জানুয়ারিতে রোনাল্ড রিগ্যানের দ্বিতীয় অভিষেকের পর এটিই হবে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান যা ভবনের ভেতরে অনুষ্ঠিত হবে।
সোমবার ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনে শপথ নেয়ার পর একটি উদ্বোধনী ভাষণ দেবেন ট্রাম্প। যার মধ্য দিয়ে সাধারণত প্রেসিডেন্ট হিসেবে চার বছরের মেয়াদের একটি সারাংশ তুলে ধরা হয়।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের প্রতিবাদ জানাতে স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। যাদের বেশির ভাগই ছিলেন নারী।
বিক্ষোভে নারী অধিকার, জাতিগত ন্যায়বিচারসহ নানা বিষয়ে সোচ্চার গোষ্ঠীর কর্মীরাও অংশ নেন।
বিক্ষোভকারীদের আশংকা এই নবনির্বাচিত প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হতে পারে।
বিএইচ