সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ হাজার ৯৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭২৭ বারে ১৪ লাখ ৫৭ হাজার ৮৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৬২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা শিকদার ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ২৯৭ বারে ১ লাখ ৯৮ হাজার ৩৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ। কোম্পানিটি ৭৬৯ বারে ৬ লাখ ৩২ হাজার ১২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –কোহিনূর কেমিক্যালসের ৮.৭২ শতাংশ,হাক্কানী পেপার মিলস ৮.০১ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬.৯৩ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৬.৪৫ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৩৯ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬.৩৭ শতাংশ ও ইউনাইটেড পাওয়ারের ৬.৩০ শতাংশ দর বেড়েছে।
এসকেএস