এবার এক চার্জেই ৩০ দিন

আপডেট: ২০১৫-১০-২৫ ১৬:০৩:১০


GIONEE-620x330শক্তিশালী ব্যাটারি দিয়ে স্মার্টফোন বাজারে ছেড়েছে চীনের মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান জিওনি। ফোনটির মডেল জিওনি ম্যারাথন এম৩। স্মার্টফোনটির বড় বিশেষত্ব হলো এটির ব্যাটারি। ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পায়ারের ব্যাটারি রয়েছে। ব্যাটারিতে একবার সম্পূর্ণ চার্জ হলে এটি ৩০ দিন পর্যন্ত সচল থাকে।

এছাড়াও, এটির পৃথিবীর সবচেয়ে পাতলা স্মার্টফোন। এটি প্রস্থে ৫ ইঞ্চি এবং ওজন ১৮০ গ্রাম। এই ফোনটি দিয়ে অন্য ফোনে চার্জ দেয়া যায়।

স্মার্টফোনটিতে রয়েছে দুইটি সিম কার্ড ব্যবহারের সুবিধা। ফোনটি টুজি ও থ্রিজি নেটওয়ার্ক সমর্থন করে। এতে আছে ১ জিবি র‌্যাম, ৮ জিবি রম, কোয়াড কোর ১.৩ গিগাহার্টজ প্রসেসর রয়েছে।

ফোনটির ডিসপ্লে ৫ ইঞ্চির। এটির পেছনের ক্যামেরায় আছে ৮ মেগাপিক্সেল। সেলফি তোলার জন্য সামনে আছে ২ মেগাপিক্সেল ক্যামেরা।

অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট দ্বারা পরিচালিত ম্যারাথন এম৩ তে রয়েছে জিওনির নিজস্ব কাস্টম ইউজার ইন্টারফেস (ইউআই)।বাংলাদেশের বাজারে স্মার্টফোনটির মূল্য ১৭ হাজার ৯৯৯ টাকা।