দর বৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০১-২০ ১৫:২৭:৩৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫৩৫ বারে ৫৩ লাখ ৯৪ হাজার ২৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ২৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা দুলামিয়া কটনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৬২৫ বারে ৬ লাখ ৯৮ হাজার ৬৬১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা রানার অটোমোবাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৭ বারে ৩ লাখ ৬৫ হাজার ১৭৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –জে এম আই হসপিটালের ৯.৯২ শতাংশ, মুন্নু সিরামিকের ৯.৯১ শতাংশ, সামিট অ্যালায়েন্সের ৯.৯০ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৯.৫৭ শতাংশ, ফাইন ফুডসের ৯.৪৫ শতাংশ, ঢাকা ডায়িংয়ের ৮.৬৪ শতাংশ ও সোনারগাঁও টেক্সটাইলের ৭.৯৭ শতাংশ দর বেড়েছে।
এসকেএস