লিটন-পেরেরার দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটকে ১৯৭ রানের টার্গেট দিলো ঢাকা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৫-০১-২০ ১৫:৪০:৩৮
চলমান বিপিএলে ৮ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। নিজেদের নবম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছে রাজধানীর দলটি। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে সিলেটকে ১৯৭ রানের বড় লক্ষ্য দিয়েছে লিটন-তামিমরা।
সোমবার (২০ জানুয়ারি) টস জিতে ব্যাট করতে নেমে ঢাকাকে দুর্দান্ত শুরু এনে দেন তানজিদ তামিম ও লিটন কুমার দাস। তবে ইনিংস বড় করতে পারেননি তামিম। ১৬ বলে ২২ রান করে আউট হন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি কোয়েট জেও (৯)। ৭ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন মোসাদ্দেক হোসেন।
তবে সাব্বিরকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন লিটন। ৩৮ বলে ফিফটি তুলে নেন এই ক্রিকেটার। ইনিংস বড় করতে পারেননি সাব্বির। ২১ বলে ২৪ রান করে আউট হন তিনি। এরপর পিচে এসে ব্যাট চালাতে থাকেন থিসারা পেরেরা। তাকে সঙ্গ দেন ওপেনার লিটন।
দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগোতে থাকে ঢাকা। ৪৮ বলে ৭০ রান করে ১৯তম ওভারের শেষ বলে আউট হন লিটন। পরের ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি লাইনে কাটা পড়েন থিসারা পেরেরাও। ১৭ বলে ৩৭ রান করেন তিনি।
শেষ পর্যন্ত মুকিদুলের ১ রান এবং ফরমানুল্লাহর ৪ রানে ভর করে ১৯৬ রানের বড় পুঁজি পায় ঢাকা ক্যাপিটালস।
সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুটি করে উইকেট শিকার করেন সাইমুল্লাহ শিনওয়ারি। এ ছাড়াও সুমন খান ও রুয়েল মিয়াহ নেন একটি করে উইকেট।
বিএইচ