দর পতনের শীর্ষে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০১-২০ ১৫:৪৫:৫৭
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে। ফান্ডটি ৫৫০ বারে ২০ লাখ ৬৬ হাজার ৬৬৭ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে টুং হাই নিটিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৪ বারে ৫৮ হাজার ৯৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। ফান্ডটি ৮ বারে ৩ হাজার ৭ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ফারইস্ট ফাইন্যান্সের ৩.২৩ শতাংশ, আরামিট সিমেন্টের ৩.১৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৩.১৩ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ২.৮৬ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২.৮৬ শতাংশ, পাওয়ার গ্রীডের ২.৭০ শতাংশ এবং সোনার বাংলা ইন্স্যুরেন্সের ২.৭০ শতাংশ দর কমেছে।
এসকেএস