

চলচ্চিত্রকে বিদায় জানালেন বলিউড তারকা অর্জুন রামপাল। লাইট-ক্যামেরা-অ্যাকশানকে বিদায় জানিয়ে পাড়ি জমাচ্ছেন মেক্সিকোতে। পরিবার-বন্ধু কিংবা শুভাকাঙ্খী কারও সাথেই যোগাযোগ রাখবেন না বলে জানিয়েছেন তিনি। রক আর কাহানির পরই নাকি আর ভালো লাগছে না এই তারকার!
তবে মাত্র ১০ দিনের জন্য বলে জানা গেছে কলকাতা টুয়েন্টিফোর সেভেনের একটি প্রতিবেদনে। নিজের ক্যারিয়ার নিয়ে বেশ খুশিই চল্লিশোর্ধ্ব এই অভিনেতা। অকপটে বলেন, ‘ আমি যেভাবে চলছি সেভাবেই নিজের জোবন চালাতে চেয়েছিলাম। অন্তত আমার ক্যারিয়ার নিয়ে কারও উপর কোনো অভিযোগ নেই।’
তাই ‘রক অন টু’ আর ‘কাহানি টু’ এর পর ‘ড্যাডি’তে এসে হাঁফিয়ে উঠেছেন এই তারকা। তাই কয়েকদিনের জন্য এ স্বেচ্ছানির্বাসন। অবশ্য এর পরপরই আবার রূপালি পর্দায় ফিরছেন তিনি।