বিআইএ’র বোর্ড অব বোর্ড অব গভর্নরসে নতুন ২ সদস্য নিয়োগ

সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০১-২১ ১৮:৩৫:২৮


বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির বোর্ড অব গভর্নরস-এর নুতন সদস্য হিসেবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএ-এর নির্বাহী কমিটির সদস্য মোঃ জালালুল আজিম এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএ-এর নির্বাহী কমিটির সদস্য মিজ্ ফারজানা চৌধুরী কে নিয়োগ প্রদান করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বলে বিআইএ’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমির বোর্ড অব গভর্নরস-এর সদস্য হিসেবে ইতিপূর্বে নিয়োগকৃত নাসির উদ্দিন আহমেদ (পাভেল), প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-কে বহাল রাখা হয়েছে।

এএ