গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
তিনি বলেন, গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় রাত ৯টার দিকে একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিস ও ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
বিএইচ