শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪৫
প্রকাশিত - ডিসেম্বর ১০, ২০১৬ ১১:২৫ এএম
নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির আদামাওয়া প্রদেশের মাদাগালি শহরে এ ঘটনা ঘটেছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, দুই নারী ব্যস্ততম একটি বাজারে তাদের সঙ্গে থাকা বোমাগুলোর বিস্ফোরণ ঘটিয়েছেন। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটিতে চরমপন্থি গোষ্ঠী বোকো হারামই মূলত এ ধরনের হামলা চালিয়ে থাকে। জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা সা’দ বেলো জানান, হামলায় কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তা ইউসুফ মুহাম্মদ বলেন, ‘ক্রেতার বেশে দুই নারী বাজারের খাদ্যশস্য ও পুরাতন কাপড় বিক্রির জায়গায় যায়। সেখানে তারা সঙ্গে থাকা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।’
২০১৫ সালে মাদাগালি শহরটি বোকো হারামের কাছ থেকে পুনর্দখল করা হয়। এর আগেও শহরটিতে বেশ কয়েকবার আত্মঘাতী হামলা চালিয়েছিল এই সন্ত্রাসী গোষ্ঠীটি।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.