তুরস্কে জোড়া বোমা হামলায় নিহত ২৯

আপডেট: ২০১৬-১২-১২ ১১:৩০:০৯


turoskoতুরস্কে ইস্তাম্বুলে একটি স্টেডিয়ামের কাছে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ১৬৬ জন।  রবিবার দেশটির সরকারের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এর মধ্যে একটি গাড়িবোমা ছিলেঅ বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা হামলার পরে গোলাগুলির শব্দও পাওযা গেছে।
এখন পর্যন্ত এ ঘটনায় ১০ জনকে আটক করেছে দেশটির পুলিশ। তবে েএখনো কোনো জঙ্গি গোষ্ঠী হামলার দায়ভার স্বীকার করেনি। বিবিসি