বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা লন্ডনে গিয়ে নতুন ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছেন। বিদেশিদের উপর হামলা এবং তাজিয়া মিছিলে বোমা হামলা তারই অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আয়োজনে ‘তাজিয়া মিছিলে বোমা হামলার প্রতিবাদে’ এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তাজিয়া মিছিলে বোমা হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশকে অস্থিতিশীল এবং পাকিস্তান বা আফগানিস্থান বানানোর চেষ্টায় বিএনপি–জামায়াতের পৃষ্টপোষকতায় এই হামলার ঘটনা ঘটেছে।’
তিনি বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনের সময় বিএনপি-জামায়াত পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এ বছরের গোড়ার দিকে একই কায়দায় মানুষ হত্যা করেছে। এসব ষড়যন্ত্র এবং হত্যা করে তারা ব্যার্থ হয়েছে। এখন আবার নতুন ষড়যন্ত্র করে গার্মেন্টস, বিদেশি বিনিয়োগ বন্ধ করার জন্য
চেষ্টা চালাচ্ছে। এরই অংশ হচ্ছে বিদেশি হত্যা ও তাজিয়া মিছিলে বোমা হামলা ঘটানো হয়েছে।’
আওয়ামীলীগ উপ-কমিটির সহ-সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের পরিচালক ও আওয়ামীলীগ নেতা বলরাম পোদ্দার, স্বাধীনতা পরিষদের হাসিবুর রহমান মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, উপ-কমিটির
সহ-সম্পাদক এমএ করিম প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস