
হিসাবে গরমিল ও বীমা আইন ভঙ্গের দায়ে আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সকে সাত লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। কোম্পানীটির মৃত্যু দাবী রেজিস্টারের সাথে বার্ষিক প্রতিবেদনে উল্লিখিত টাকার গরমিল থাকায় দুই লাখ টাকা এবং পলিসি গ্রহণের দুই বছর পূর্ণ না হওয়া সত্ত্বেও সমর্পন দাবি বা প্রত্যর্পণ মূল্য বাবদ টাকা পরিশোধ করে বীমা আইন লঙ্ঘনের অভিযোগে পাঁচ লাখ টাকা জারিমানা করা হয়।
সোমবার (২৭ জানুয়ারী) আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সকে জরিমানা ও সতর্ক আদেশ সম্বলিত চিঠি পাঠিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরও)।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৪ জানুয়ারি আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয় পরিদর্শন করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এসময় তারা বীমা দাবি নিষ্পত্তি ও তামাদি পলিসি সংক্রান্ত রেজিস্টারে সংরক্ষিত তথ্যে যাচাই করে দেখতে পায় ২০২২ সালে কোম্পানির নিষ্পত্তিকৃত মৃত্যুদাবি পলিসি সংখ্যা ৪৬ টি। যার বিপরীতে পরিশোধিত টাকার পরিমাণ ৫৬ লাখ ২৩ হাজার ৮১৬ টাকা। অথচ ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী মৃত্যুদাবি বাবদ পরিশোধিত টাকার পরিমাণ ২৭ লাখ ২৯ হাজার ৪১৬ টাকা। এতে ২৮ লাখ ৯৪ হাজার ৪০০ টাকার গরমিল পায় কর্তৃপক্ষ। ফলে দাখিলকৃত বার্ষিক প্রতিবেদনে মিথ্যা তথ্য প্রদান করায় বীমা আইন ২০১০ এর ধারা ১৩১ মোতাবেক প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
বীমা আইন ২০১০ এর ধারা ৮৮ ও ৮৯ ধারা মোতাবেক লাইফ বীমা পলিসিসমূহ অন্যূন দুই বছর পর্যন্ত বলবৎ থাকলে তার প্রত্যর্পন মূল্য অর্জন করবে। কিন্তু প্রতিষ্ঠানটি পলিসি গ্রহণের ২ বছর পূর্ণ না হওয়া সত্ত্বেও সমর্পন বা প্রত্যর্পণ মূল্য বাবদ ৬৭ টি পলিসির ক্ষেত্রে ৩ কোটি ২৯ লাখ ৫ হাজার ৬৭২ টাকা পরিশোধ করেছে। এতে বীমা আইন ২০১০ এর ৮৮ ধারার নির্দেশ পরিপালনে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। নির্দেশ পরিপালনে ব্যর্থ হওয়ায় আইনের ১৩০ ধারা মোতাবেক পাঁচ লাখ টাকা জরিমানা করে কর্তৃপক্ষ।
এছাড়া বীমাকারীর রেজিস্টার (পলিসি ও দাবী) সংরক্ষণ প্রবিধানমালা, ২০১৭ এর প্রবিধি ৩ অনুসারে লাইফ বীমা পলিসি সংক্রান্ত রেজিস্টার সংরক্ষণ করার বিধান থাকলেও প্রতিষ্ঠানটি যথাযথ নিয়মে রেজিস্টার সংরক্ষণ করছেনা। তাই রেজিস্টার যথাযথভাবে লিপিবদ্ধ ও সংরক্ষণ এবং ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে বলেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
আরোপকৃত জরিমানা বাবদ সর্বমোট ৭ লক্ষ টাকা আগামী ১০ কার্যদিবসের মধ্যে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে প্রদান করতে বলেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।