দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক শরৎ বাণিজ্য মেলা ২০১৬। আজ ১৪ ডিসেম্বর তিন দিনব্যাপী এই মেলা শুরু হচ্ছে। মেলাটি দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হল রুমে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। মেলায় কনজিউমার, ইলেক্ট্রনিক্স ও লাইফস্টাইল, ফ্যাশন ও ভ্রমণ, স্বাস্থ্য, এবং প্রসাধনী সহ শতাধিক স্টল থাকবে বলে জানায় আয়োজকরা।
দুবাইয়ের এই বাণিজ্য মেলায় অংশ গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম পরিবেশবান্ধব পেপার কাপ ও প্লেট উৎপাদনকারী প্রতিষ্ঠান কেপিসি ইন্ডাষ্ট্রিজ। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হল রুমের (H 301) স্টলে কেপিসি ইন্ডাষ্ট্রিজ এর উৎপাদিত বিভিন্ন পণ্যের সমারোহ থাকবে।
এছাড়াও চলতি বছরে নেদারল্যান্ডের ডাচ-বাংলা এক্সপো ও নেলাপে অনুষ্ঠিত নেপাল-বাংলাদেশ যৌথ বাণিজ্য মেলায় অংশ গ্রহণ করে কেপিসি ইন্ডাষ্ট্রিজ। উল্লেখ্য, তরুণ উদ্যোক্তা ও সফল ব্যবসায়ী কেপিসি ইন্ডাষ্ট্রিজ স্বত্তাধিকারী কাজী সাজেদুর রহমান ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৬’ পেয়েছেন।
এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয় সহ কয়েকটি ব্যবসায়ী সংগঠন থেকে একাধিক পুরষ্কার পেয়ছেন তিনি। এই মেলার কেপিসি ছাড়াও ১৭টি কোম্পনি অংশ গ্রহন করছে, মেলার পৃষ্টপোষকতা করছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো।