শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
ইসলাম অবমাননার অভিযোগে শাহরুখের ‘রইস’
প্রকাশিত - ডিসেম্বর ১৫, ২০১৬ ১:২৬ পিএম

সুপারস্টার শাহরুখ খান অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র ‘রইস’ ইতোমধ্যে আলোচনায় স্থান করে নিয়েছে। ট্রেলার মুক্তির দিন থেকে তার বাণিজ্যিক সফলতারও পূর্বাভাস মিলেছে। কিন্তু ঝড় ওঠার আগেই ধাক্কা খেল বলিউড বাদশার নতুন এ সিনেমা। অভিযোগ উঠেছে ‘রইস’এ ইসলামের বিরোধিতা করা হয়েছে। আর এ অভিযোগে সরব হয়ে উঠেছেন ভারতীয় শিয়া সম্প্রদায়ের একটি মহল।
এখানে শাহরুখের সঙ্গে প্রধান চরিত্রে পাক অভিনেত্রী মাহিরা খান অভিনয় করছেন, কিন্তু তাতে কোন সমস্যা বাঁধেনি। তাহলে কোথায় ঝামেলা! ডেইলি মেইলে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এ বিষয়ে বিশদ তথ্য তুলে ধরা হয়েছে।

ডেইলি মেইলের প্রতিবেদন মতে অভিযোগের মধ্যে উল্লেখ করা হয়েছে, ট্রেলারে দেখা গেছে মহরমের শোভাযাত্রার উপর দিয়ে লাফাচ্ছেন শাহরুখ আর পাশের দালানে টানানো রয়েছে ইসলামি পতাকা। ছবির এই দৃশ্য নিয়েই ঝামেলা। তাতে ক্ষেপেছেন শিয়া সম্প্রদায়ের মানুষ।
ভারতের গাজিপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থা এ বিষয়ে ময়ূর বিহার থানায় ছবিটির বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছে বলে জানা গেছে।
তাদের দাবি, ইমাম হাসানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে যে শোভাযাত্রার উপর দিয়ে লাফানো উচিত নয়। এই ভঙ্গিতে আসলে ইসলাম আর শিয়া আবেগকে অপমান করা হয়েছে। ওই সংস্থার দাবি, ছবি থেকে দৃশ্যটি বাদ দেওয়া হোক।
পাক অভিনেত্রী মাহিরা খানের বিষয়টি সামাল দিতে কট্টর হিন্দুত্ববাদী নেতা রাজ ঠাকরের সঙ্গে দেখা করে একদিন সামাল দিতে পারলেও অন্যদিকে বাঁধলো যতো বিপত্তি।
তাহলে এখন কী করবেন বাদশা শাহরুখ সেটিই দেখার অপেক্ষা! আসছে ২৫ জানুয়ারী সিনেমাটি মুক্তি পাবে। উল্লেখ্য, ২ মিনিট ৪৬ সেকেন্ডের ট্রেলারের ১ মিনিট ৫৪ সেকেন্ডে শাহরুখের ভবন ধরে লাফানোর একটি দৃশ্য দেখা যাবে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.