দর পতনের শীর্ষে জিলবাংলা সুগার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-০২ ১৫:৫২:৫৬

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৩ বারে ২ হাজার ৪৭০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে বসুন্ধরা পেপারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৭৭ বারে ১ লাখ ১৭ হাজার ৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা পেপার প্রসেসিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৯৮ বারে ১ লাখ ২ হাজার ৯৩২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯২ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ইউনিয়ন ব্যাংক ৪.৮৮ শতাংশ, গ্রীন ডেল্টা ৪.৭৬ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংক ৪.৬৫ শতাংশ, জেমিনি সি ফুড ৪.৬৩ শতাংশ, কনফিডেন্স সিমেন্ট ৪.৫০ শতাংশ, ফ্যামিলি টেক্স ৪.০০ শতাংশ এবং এটলাস বাংলাদেশ ৩.৮৪ শতাংশ দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












