

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানু ঢাকায় আসছেন। উত্তরা ক্লাবের একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) সন্ধ্যায় গান শোনাবেন তিনি। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অভিনেত্রী অধরা জাহান। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবেন কুমার শানু। দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন অধরা।
তিনি বলেছেন, ‘এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য যে এত বড় মাপের একজন শিল্পীর অনুষ্ঠান উপস্থাপনা করার সুযোগ পাচ্ছি। অভিনয়ের পাশাপাশি এখন উপস্থাপনায় ব্যস্ত সময় কাটাচ্ছি। সব মিলিয়ে আশা করি কাল অন্য রকম একটি মুহূর্ত কাটবে।’
জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানু বলিউডের অসংখ্য জনপ্রিয় সিনেমার গানের প্লেব্যাক করেছেন। ১৯৯০ সালে ‘আশিকি’ সিনেমায় গান গাওয়ার জন্য সংগীত পরিচালক নাদিম-শ্রাবন খুঁজে নেন কুমার শানুকে। এরপর বলিউডে একে একে ‘এক সানাম চাহিয়ে’, ‘তু মেরি জিন্দেগি হে’, ‘নাজার কে সামনে’র মতো অসংখ্য গান তিনি গেয়েছেন। যেগুলো এখনো মানুষের মুখে মুখে শোনা যায়।
কুমার শানু পাঁচবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে রেকর্ড গড়েছেন। তার অ্যাওয়ার্ডপ্রাপ্ত ছবিগুলো হলো : হিন্দি ছবি সাজান (১৯৯১), দিওয়ানা (১৯৯২), বাজিগর (১৯৯৩) ও ১৯৪২ : এ লাভ স্টোরি (১৯৯৪)।