রাশিয়া যেকোনো আগ্রাসী দেশের চেয়েও শক্তিধর :পুতিন

প্রকাশ: ২০১৬-১২-২৪ ১০:৩১:৩১


puthinরুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া যেকোনো আগ্রাসী দেশের চেয়েও শক্তিধর। কারণ সময়ের সঙ্গে সঙ্গে মস্কো তার পারমাণবিক অস্ত্র এবং অন্যান্য বাহিনীকে আধুনিকায়ন করেছে। তিনি আরো বলেছেন, ২০০১ সালে অ্যান্টি ব্যালেস্টিক মিসাইল চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসাই অস্ত্র সম্প্রসারণের প্রতিযোগিতা বাড়িয়ে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় প্রসঙ্গে তিনি বলেছেন, রাশিয়া ছাড়া আর কেউ বিশ্বাস করেনি তিনি জিততে পারবেন। ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করবেন বলে পুতিন মন্তব্য করেন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন। রুশ প্রেসিডেন্ট বলেন, কেউ যদি অস্ত্র প্রতিযোগিতা শুরু করে তবে রাশিয়াও বসে থাকবে না। তবে আগ বাড়িয়ে তার দেশ এই পথে পা বাড়াবে না বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, যে ব্যয় রাশিয়ার জন্য বহন করা কঠিন হবে সেই ব্যয়ের পথে তিনি পা বাড়াবেন না। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিং করে ট্রাম্পকে জিতিয়ে দেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন। তিনি বলেন, হেরে যাওয়া দল রাশিয়াকে দোষারোপ করছে। তাদের উচিত কোন কারণে হেরে গেল বরং সেটা নিয়েই মাথা ঘামানো। তিনি বলেন, ডেমোক্র্যাটরা কংগ্রেসেও হেরেছে। ওটাও কি আমার কারণে? হিলারির পরাজয়কে পুতিন ‘চরম অবমাননাকর’ বলে মন্তব্য করেন।
ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পারমাণবিক অস্ত্র সম্প্রসারণের ইঙ্গিত দিয়েছেন। এ প্রসঙ্গে পুতিন বলেন, এটা যে তিনি করবেন সেটা ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন। সুতরাং এটা নতুন কিছু নয়। তাই বিষয়টি নিয়ে মস্কো উদ্বিগ্ন নয়।