শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
‘শেষ পর্যন্ত’: একসঙ্গে সিয়াম-তাসনোভা তিশা
প্রকাশিত - ডিসেম্বর ২৪, ২০১৬ ৫:৪৬ পিএম

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে নির্মিত একটি নাটকে একসঙ্গে কাজ করলেন সিয়াম-তাসনোভা তিশা। নাটকটির গল্প চিত্রনাট্য এবং পরিচালনায় রয়েছেন নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। নাটকটির নাম ‘শেষ পর্যন্ত’, যার ইংলিশ শিরোমাম দেয়া হয়েছে ‘টিল দ্য এন্ড’।
নাটকটির গল্পে সিয়াম-তাসনোভাকে খ্রিস্টান ধর্মাবলম্বী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যেখানে তাসনোভা বোবা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, আর তাকে ভালবেসে ফেলেন সিয়াম।
গল্পের শিরোনাম ‘টিল দ্য ইন্ড’, কেন এমন নাম দেয়া হয়েছে, কী নিয়ে ঘটনা, জানতে চাইলে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ বলেন, ‘এ নাটকটির গল্পের ভেতরে বেশ কয়েকটি টুইস্ট রয়েছে। পুরোটা জানতে নাটকের শেষ পর্যন্ত দেখতে হবে। শেষ না দেখলে দর্শকরা বুঝবেন না এখানে কী হচ্ছে। আর কারণেই গল্পে নাম দেয়া হয়েছে ‘টিল দ্য ইন্ড’।
বড়দিনের অন্যতম উপহার এ নাটক। আর আমি এর আগে মন ছুঁয়েছে মন নামের একটি নাটকে বোবা মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করেছিলাম। তবে এই গল্পটি সেটির চেয়েও আলাদা। ভীষণ হৃদয় ছোঁয়া। আমার বিশ্বাস সবাই উপভোগ করবেন বলে জানিয়েছেন সিয়াম।
সিয়াম-তিশা ছাড়া নাটকে আরো অভিনয় করেছেন ফারহান। নাটকটি আজ ২৪ ডিসেম্বর শনিবার রাত ১১ টায় ২০ মিনিটে আরটিভির পর্দায় প্রচারিত হবে বলেও জানিয়েছেন বান্নাহ।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.