রাশিয়ার যাত্রীবাহী বিমান নিখোঁজ

প্রকাশ: ২০১৬-১২-২৫ ১১:১৭:১৭


russiaরাশিয়ার একটি যাত্রীবাহী বিমান ৭০ থেকে ১০০ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। কৃষ্ণসাগরের সোচি থেকে উড্ডয়নের কিছু সময় পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি।

রাশিয়ার জরুরিসেবাবিষয়ক মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, নিখোঁজ বিমানটি টিইউ-১৫৪-শ্রেণির একটি বিমান।

অসমর্থিত সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, বিমানটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। সোচি থেকে সিরিয়ার লাটাকিয়ায় যাওয়ার পথে বিমানটি রাড়ার থেকে বিচ্ছিন্ন হয়। তবে রাশিয়ার কর্মকর্তারা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।