দর বৃদ্ধির শীর্ষে পেপার প্রসেসিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-১০ ১৫:২৬:৪৮


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ৪১৭ বারে ১ লাখ ৭৩ হাজার ৪৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬১ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮৮ বারে ৪ লাখ ২৬ হাজার ১৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৯৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা কপারটেক ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ২৩২ বারে ৩ লাখ ৯৯ হাজার ১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ২৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –পাওয়ার গ্রীডের ৯.৯৪ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৯.৮৫ শতাংশ, ইনটেক অনলাইনের ৯.৬৯ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ারের ৯.৫৯ শতাংশ, খুলনা পাওয়ারের ৯.৩৫ শতাংশ, কাট্টলী টেক্সটাইলের ৯.৩৫ শতাংশ ও মেঘনা সিমেন্ট মিলের ৮.২৪ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস