দর পতনের শীর্ষে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৫-০২-১০ ১৫:৪৫:৫৩


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। ফান্ডটি ৪৩০ বারে ১৮ লাখ ৩৩ হাজার ১৬ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৭  শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৪৮ বারে ৭ লাখ ৭ হাজার ৮৪৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৯ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৯ বারে ৪০ হাজার ৩১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ফাস ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫.১৬ শতাংশ, নূরানী ডায়িংয়ের ৫.১৩ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৫.০৭ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪.৮৮ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ৪.৭৬ শতাংশ এবং জিএসপি ফাইন্যান্সের ৪.৬২ শতাংশ দর কমেছে।

 

এসকেএস