মোদির সাক্ষাতেই ভারতের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০২-১৪ ১০:৫১:০০


নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতাগ্রহণের পর প্রথমবার তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভারতীয় প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদীর। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে বৈঠকে বসেন দুই নেতা। ট্রাম্প জানিয়েছেন, নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের জন্য ভারতের শুল্কনীতি শিথিল করা, তাদের কাছ থেকে আরও তেল, গ্যাস এবং যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভারতের এই পদক্ষেপে তাৎক্ষণিকভাবে দুই দেশের বাণিজ্য অচলাবস্থা সমাধান করবে না। কারণ হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকের কিছুক্ষণ আগেই ট্রাম্প ভারতের বাজারে মার্কিন ব্যবসায়ীদের জন্য প্রতিকূল পরিবেশ নিয়ে কঠোর মন্তব্য করেন এবং মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপকারী দেশগুলোর জন্য পাল্টা শুল্ক ব্যবস্থা চালুর পরিকল্পনা ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি ভারতের ‘অত্যন্ত কঠোর ও অন্যায্য শুল্ক’ কমানোর ঘোষণা দিয়েছেন, যা আমাদের ভারতীয় বাজারে প্রবেশে বাধা সৃষ্টি করছিল। এটি সত্যিই একটি বড় সমস্যা।

হোয়াইট হাউজে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভারত আমাদের ওপর যে শুল্ক বসাবে, আমরাও তাদের ওপর একই হারে শুল্ক আরোপ করবো।

এসময় মোদী বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে যা শিখেছি, তা হলো তিনি সবসময় জাতীয় স্বার্থকে সবার ওপরে রাখেন। আমিও ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেই।

এদিন দুই নেতা বাণিজ্য ইস্যু সমাধানের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। তাদের বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, আগামী সাত মাসের মধ্যে একটি চুক্তি হতে পারে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তাও বলেছেন, চলতি বছরেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।

এনজে