
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি সোনালী ওয়ান মিউচ্যুয়াল ফান্ড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ১৩ দশমিক ৭০ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৬.৩০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে ৯ দশমিক ০১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১০৮.০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৭ দশমিক ৮৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৭.১০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসএস স্টিলের ৭.৪৫ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭.১৩ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৭.০৯ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭.০৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ৬.৮৩ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬.৭৬ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪৬ শতাংশ দর কমেছে।
এসকেএস